শিরোনাম

South east bank ad

জামালপুরে বন‍্যায় হাজার হাজার মানুষ পানি বন্দী

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুর জেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরে নয়টি ইউনিয়ন প্লাবিত হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের তিনটি উপজেলার নয়টি ইউনয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ইসলামপুর উপজেলার বেলাগাছা,চীনাডুলী,কুলকান্দি,নোয়ারপাড়া এবং সাপধরী ইউনিয়ন,দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ও চুকাইবাড়ি ইউনিয়ন এবং সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ও পিংনা ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে।পানি বন্দি রয়েছে চরাঞ্চলের কয়েক হাজার মানুষ।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন, এই উপজেলায় যমুনা তীরবর্তী পাঁচটি ইউনিয়নের প্রায় চার’শ পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে। তিনি বলেন মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে বন্যার্তদের সাহায্যের প্রস্তুতি নেয়া হচ্ছে।

জেলা প্রশাসন এ পর্যন্ত বন্যার্তদের জন্য ১৩ মেট্রিক টন চাউল ও ৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: