নৌবিহারে নিয়ে আরজু হত্যার রহস্য উন্মোচন, আটক-১
মোঃ রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরের চলনবিলে নৌবিহারের নামে নৌকা ভাড়া নিয়ে মাঝি হত্যার ঘটনায় বাইজিদ বোস্তামী নামে একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত বাইজিদ বোস্তামী গুরুদাসপুরের বিলহরিবাড়ি গ্রামের নাসির বোস্তামীর ছেলে।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি বলেন,৭/৮ মাস আগে নারী ঘটিত এক বিরোধের প্রতিশোধ নিতে ২৬ আগস্ট গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি গ্রামের বাইজিদকে দিয়ে আরজুর নৌকা ভাড়া করিয়েছিল হত্যাকারীরা।এরপর অন্য একটি এলাকা থেকে আরো ২জনকে নৌকায় তুলে নেয়। এরপর চলনবিলের জোলা এলাকায় গিয়ে মাঝি আরজুর হাত পা বেঁধে মাথায় কুপিয়ে জখম করে তারা। পরে বাঁধন খুলে দিয়ে ছটপট করতে থাকা আহত মাঝি আরজুকে জীবন্ত বিলের পানিতে ফেলে দিয়ে হত্যাকারীরা চলে যায়। ২৮ আগস্ট বিল থেকে আরজুর ভাসমান লাশ উদ্ধারের পর অভিযানে নামে পুলিশ।অভিযুক্ত মূল ২জনকে ধরতে তৎপরতা চলছে বলে জানান এসপি।