ফরিদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে সকালে কবি জসীমউদ্দীন হলে গীতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় (সাবিক )এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র সরকার, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি , সরকারি ইয়াছিন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর শিলা মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুন মন্ডল, থানা পূজা কমিটির সভাপতি কিঙ্কর মিত্র, পৌরসভা পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, ফরিদপুর শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম এর কর্মকর্তা স্বামী সমুদ্র আনন্দ, শ্রী অঙ্গনে কর্মকর্তা মানুষ বন্ধু ব্রহ্মচারী। ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয় বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া পবিত্র বেদ মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। এতে মোট ১০ জন প্রতিযোগী গীতা পাঠ অংশগ্রহণ করেন। পরে তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবি রুল ইসলাম সিদ্দিকী,১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, পৌরসভা পূজা কমিটির সভাপতি রাম দত্ত সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।