শিরোনাম

South east bank ad

মেঘনা নদীর ৪ কিলোমিটার জুড়ে ভাঙন

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ইকরামুল আলম, (ভোলা) :

ভোলার মেঘনায় নদীতে উজানের পানির চাপ বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের তোরে চার কিলোমিটার এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে গত কয়েক দিনের ভঙ্গনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বহু ঘর বাড়িসহ ফসলি জমি। হুমকির মুখে পড়েছে ওই এলাকার শতাধিক ঘরবাড়ি ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা। যার ফলে পুরো এলাকার মানুষের মাঝে ভাঙ্গনের আতংক বিরাজ করছে। এদিকে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ওই এলাকায় বালুভর্তি জিও টিউব ফেলার কাজ শুরু করেছে। গত কয়েক বছর আগে ভোলার ইলিশা জংসন এলাকায় ব্লক বাধের মাধ্যমে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করা হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ভোলা সদরের রাজাপুরের ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জোড়খাল এলাকায় মেঘনা নদীর ভায়বহ ভাঙন দেখা দিয়েছে। গত ১ সপ্তাহের ভাঙ্গনে ইতোমধ্যে প্রায় তিনশত মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
ভাঙন কবলিত পরিবারগুলো ঘরবাড়িসহ নিজেদের শেষ সম্বলটুকু সরিয়ে নেয়ার চেষ্টা করছে। এসব পরিবার গুলো এখন ঘর বাড়ি হারিয়ে বেড়ীবাঁধ ও অন্যের জমিতে আশ্রয় নেয়ার নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়রা ভাঙন কবলিত এলাকায় দ্রুত সিসি ব্লক ফেলে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের দাবী জানান।

ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে জেলা প্রশাসক তৌফিক -ই -লাহী চৌধুরী জানান, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রয়োজনীয় সাহায্য সহযোগীতা করা হবে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক মো. বাবুল আকতার জানান, ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও টিউব দিয়ে ডাম্পিং করা হচ্ছে। এ ছাড়াও ভাঙন কবলিত এলাকা রক্ষায় ইতোমধ্যে ১৩'শ কোটি টাকার একটি প্রকল্প গ্রহন করা হয়েছে। এ প্রকল্প অনুমোদন হলে ভাঙন কবলিত পুরো এলাকা রক্ষা পাবে বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: