পণ্য পরিবহন বন্ধ করতে পারে শেরপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন
সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
২৪ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান না করা হলে পন্য পরিবহনের সকল যানবাহন বন্ধ করে দেয়াসহ বেসিক ট্রেড ফেডারেশণ ভূক্ত ২৪টি শ্রমিক সংগঠন তাদের কর্মবিরতি শুরু করে আন্দোলন করার হুমকি দিয়েছে শেরপুরে জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এক জরুরি সভায় নেতারা।
২৯ আগস্ট রাতে পৌর ট্রাক টার্মিনালে ওই জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা।
সভায় সভাপতির বক্তব্যে আরিফ রেজা বলেন, গত ২০-০৯-২০১৯ ইং তারিখে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-৩২৭৭) এর ৮ম ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। আমিসহ নির্বাচনে জয়ী নেতৃবৃন্দদের নিয়ে আমরা মালিক সমিতির সাথে মিলে-মিশে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু নির্বাচনে হেরে গিয়ে পরাজিত ২/৩ জন প্রার্থী স্বল্প সংখ্যাক শ্রমিক নিয়ে নিয়ম বহির্ভূত ও অবৈধ ভাবে শেরপুরে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১৬৬৫) নামে একটি সংগঠনের কার্যক্রম শুরু করেছে। নিয়ম অনুযায়ী এই সংগঠনটি (১৬৬৫) ঢাকা মহানগরের বাহিরে কোন কমিটি গঠন বা তাদের কোন কার্যক্রম পরিচালিত করতে পারবে না।
এ নিয়েই এ দুই শ্রমিক সংগঠনের মধ্যে দ্বন্ধ শুরু হয়। এ নিয়ে বিভিন্ন দপ্তরে নানাভাবে অভিযোগ দিয়েও কোন ফল পাচ্ছেনা। ফলে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একাদিকবার অবরোধ কর্মসূচী পালন করলেও প্রশাসন তাদের সমস্যা সমাধান করবে, এ আশ্বাস দেয়ায় তারা অবরোধ তুলে নেয়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই অবৈধ সংগঠনের কার্যক্রম বন্ধসহ আহত শ্রমিকদের বিষয়ে কাউকে গ্রেফতার করা হয়নি। এ নিয়ে ক্ষোভ বাড়তে থাকে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে। তাই পরবর্তী করনীয় ঠিক করতে ২৯ আগষ্ট রাতে জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশন ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এক জরুরি সভা করে।
সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব দুলাল মিয়া, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক হোসেন আলী, উপদেষ্টা রুকনুজ্জামান রঞ্জুসহ শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ প্রমুখ।
সভাশেষে সভাপতি আরিফ রেজা আন্দোলন কর্মসূচী ঘোষনা করে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অবৈধ শ্রমিক সংগঠনের কার্যক্রম বন্ধ ও আমাদের আহত শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে আগামী মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে পন্য পরিবহন বন্ধসহ সকল শ্রমিক তাদের কর্মবিরতিসহ কঠোর আন্দোলন শুরু করা হবে। আর আমাদের দাবী আদায় হওয়ার সাথে সাথে আমরা আমাদের কাজে যোগদান করবো।