জয়পুরহাট ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজি
রবিবার (২৯ আগস্ট) জয়পুরহাট জেলা পুলিশের ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন উপলক্ষে রাজশাহী রেঞ্জ অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম জয়পুরহাট পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সেই সাথে পুলিশ সুপারের কার্যালয় অভিবাদন মঞ্চে সশস্ত্র সালাম গ্রহণ করেন। সালাম গ্রহণ শেষে জয়পুরহাট ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি পুলিশ লাইনস এর বিভিন্ন জায়গা ঘুরে দেখেন।