ফুলবাড়িয়ায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক এনামুল হক
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, ফুলবাড়িয়া পৌরসভা কার্যালয়, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। আজ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি এসব পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের একটি প্রকল্পের খুঁটিনাটি বিষয়েও অবহিত হন।
এর আগে উপজেলা পরিষদে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মৎস্য অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের সহকারী প্রকৌশলী আসলাম জুয়েল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।