শিরোনাম

South east bank ad

ভাইরাল হওয়া বরগুনার এলজিইডির কর্মকর্তাদের ঘুষ গ্রহণে চাকরিচ্যুত-১, বরখাস্ত-২

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

ভাইরাল হওয়া বরগুনার সেই আলোচিত এলজিইডি কর্মকর্তাদের ঘুষ লেনদেনের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)'র এক কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং দুজনকে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হোসেন আলী মীর।

চাকরিচ্যুত কর্মকর্তা হলেন- বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ফোরম্যান মো. জিয়াউর রহমান। অন্যদিকে বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন- এলজিইডির সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক মো. হুমায়ুন কবির।

চাকরিচ্যুত এবং বরখাস্ত হওয়া এই তিন কর্মকর্তার ঘুষ গ্রহণের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে শনিবার (২৮ আগস্ট) বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা মুহূর্তের মধ্যে ব্যাপক আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এলজিইডি বরগুনা কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হোসেন আলী মীর জানান- ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশ হওয়ায় অভিযুক্ত ওই তিন কর্মকর্তার মধ্যে একজনকে চাকরিচ্যুত এবং দুজনকে বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার রায় অনুযায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: