শ্রীপুরে নারী ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে প্রনোদণা ঋণ বিতরণ
ফয়সাল আহমেদ, (গাজীপুর) :
গাজীপুরের শ্রীপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদণার অংশ হিসেবে করোনায় ক্ষতিগ্রস্থ ২৭জন ক্ষুদ্র নারী উদ্যোক্তার মাঝে প্রত্যেককে এক লাখ টাকা করে ২৭লাখ টাকা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ণ বোর্ড(বিআরডিবি)।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিতে উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম প্রধান।
এসময় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, লুৎফর নাহার মেজবাহ, শ্রীপুর ইউসিসিএলিঃ এর সভাপতি আমির হামজা প্রমুখ।
উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, দারিদ্র বিমোচনে পল্লী উন্নয়ণ বোর্ড এলাকার প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে সহজ শর্তে ঋণ দিয়ে তাদের জীবনমান উন্নয়ণে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ হয়েছে প্রান্তিক জনগোষ্ঠি। তাদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ক্ষুদ্র নারী উদ্যোক্তার মধ্যে প্রথম ধাপে এ প্রনোদণা ঋণ বিতরণ করা হয়।