পঞ্চগড়ে মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য বিভাগ। শনিবার ২৮ আগষ্ট সকালে জেলা মৎস্য অফিসের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী।
মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা মৎস্য কর্মকর্তা জানান, পঞ্চগড় জেলায় বাৎসরিক মাছের চাহিদা ২১ হাজার ২৯৬ মেট্রিক টন। আর জেলায় মাছ উৎপাদন হয় ১৮ হাজার ১৯০ মেট্রিক টন। প্রতি বছর জেলায় মাছের ঘাটতি থাকে তিন হাজার ১০৬ মেট্রিক টন।
মাছ ব্যবসায়ীরা জেলার বাইরে থেকে এই মাছ এনে জেলার মাছের চাহিদা পুরণ করে। জেলায় মাছ চাষ বৃদ্ধির জন্য জেলা মৎস্য বিভাগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন নদ নদীতে ৮টি মৎস্য অভয়াশ্রম করা হয়েছে। মৎস্য চাষীদের প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে।
এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।