শিরোনাম

South east bank ad

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল- এর সর্বোচ্চ খেতাব “অ্যাম্বাসেডর অব গুডউইল”-এ ভূষিত হলেন কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড- এর সম্মানিত চেয়ারম্যান, এফবিসিসিআই- এর প্রাক্তন প্রেসিডেন্ট ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল- এর সদ্য প্রাক্তন ইন্টারন্যাশনাল ডিরেক্টর জনাব কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ পিএমজেএফ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল- এর ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ড. জুং উল চয় কর্তৃক সংগঠনটির সর্বোচ্চ খেতাব “অ্যাম্বাসেডর অব গুডউইল”-এ ভূষিত হয়েছেন। ২০১৮ থেকে ২০২১ মেয়াদে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল-এর ইন্টারন্যাশনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে জনাব আকরাম আন্তর্জাতিক পরিমন্ডলে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ এই খেতাবে ভূষিত হন।

সুদীর্ঘ ৪৩ বছরেরও অধিক সময়কাল লায়নিজমে সম্পৃক্ত মানবহিতৈষী জনাব আকরাম ২০১৮ সালে বিশ্বের দুই শতাধিক দেশের লায়ন নেতৃবৃন্দের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল- এর ১০১তম ইন্টারন্যাশনাল কনভেনশনে ইন্টারন্যাশনাল ডিরেক্টর পদে নির্বাচিত হন। উল্লেখ্য, লায়ন কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সম্মানিত সদস্য ও শিল্প ও বাণিজ্য উপ- কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্- এর প্রাক্তন চেয়ারম্যান। বিশিষ্ট সমাজ সেবক, বিদ্যানুরাগী ও শিল্পপতি লায়ন কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সাথেও প্রত্যক্ষভাবে জড়িত।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: