শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল। শুক্রবার ২৭ আগস্ট) দুপুরে গোবরা ইউনিয়ন পরিষদের নবর্নিমিত লাইব্রেরী ভবনের সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল বলেন, এ জেড আমিনুজ্জামান রিপন নামে একজন কথিত সাংবাদিক গোপালগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শিরিন পত্রিকায় আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেছেন। সংবাদে লেখা হয়েছে অভিনব কায়দায় ইডিসিএল, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ও সরকারী পরিসংখ্যান অফিসে ডাটা এন্ট্রি অফিসার পদে নিয়োগ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে আলিশান বাড়ি, জমিক্রয় ও মেয়েকে ইউরোপে লেখাপড়া করাচ্ছি। এসব তথ্য কোনটাই সঠিক নয়। আমি এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, চাকুরীর কথা বলে আমি কারো কাছ থেকে টাকা নেইনি। যা আছে সবই আমার পারিবারিক সম্পত্তি। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন তাই আমাকে ইউনিয়নবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে হেয়পতিপন্ন করতে সাংবাদিকের মাধ্যমে প্রতিপক্ষের লোকজন এই মিথ্য সংবাদ প্রকাশ করিয়েছেন বলে তিনি ধরানা করছেন।

এসময় উপস্থিত ছিলেন গোবরা গ্রামের সাইফুর রশিদ চৌধুরী, সামসুদোহা চৌধুরী, এনামুল হক চৌধুরী, শাহ আলম চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী, রবিউল ইসলাম চৌধুরীসহ গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: