বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
শোকের মাস আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন জানিয়েছে করেছেন ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরদার গোলাম মোস্তফার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় সংগঠনের ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান হাওলাদার, মহাসচিব আনোয়ার হোসেন খান আয়নাল, প্রচার সম্পাদক এনামুল হক মন্ডল, মুক্তিযোদ্ধা সম্পাদক জয়নাল আবেদীনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।