শরীয়তপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
রোমান আহমেদ, (শরীয়তপুর) :
শরীয়তপুর সদরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে উপজেলার সুজন দেয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের পালং থানার ওসি আকতার হোসেন জানান, ওই দুই শিশু হলো, উপজেলার ডোমসার ইউনিয়নের সুজন দেয়াল গ্রামের ফারুক হাওলাদারের ছেলে রায়হান (২) ও একই গ্রামের আল ইসলামের ছেলে ইব্রাহীম (৩)।
পরিবারের অগোচরে বাড়ির কাছের সড়কে খেলার সময় পাশে থাকা বাঁওড়ে পড়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।