রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
রাজবাড়ীতে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম নাফিস(২)। সে রাজবাড়ী সদরের চরবাগমারা গ্রামের মুদির দোকানদার সেন্টু শেখের ছেলে।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা সেন্টু শেখ বলেন, বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত ছিলো। আমার স্ত্রী নাফিস কে বারান্দায় রেখে রান্নার কাজ করছিলে। এরপর নাফিস বাড়ির সবার অজান্তে একা একা হাটতে হাটতে ডোবার পাশে চলে যায়। নাফিসে মা খোঁজাখুজি শুরু করলে ডোবার পাশে গিয়ে তাকে পনিতে ভাসতে থাকে।পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান। বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলেও নাফিসে বাবা জানান।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন বলেন, নাফিস কে হাসপাতালে তার পরিবার মৃত অবস্থায় নিয়ে আসে। আমাদের জরুরি বিভাগের চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণার পর নাফিসের লাশ তার পরিবার বাড়িতে নিয়ে যায়।