ফলিয়ার খাল নির্বাচনে সভাপতি সাদ্দাম ও সম্পাদক রায়হান বিজয়ী
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ব্যাপক উৎসমুখর পরিবেশ ও টান টান উত্তেজনার মধ্যদিয়ে অবশেষে ফলিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মো: সাদ্দাম হোসেন সভাপতি ও মো: আবু রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: মামুনুর রশীদ আকন্দ জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সকাল সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ৫৬২ জন ভোটারের মধ্যে ৪৮৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর মধ্যে সভাপতি পদে মো: সাদ্দাম হোসেন (চাকা মার্কা) পেয়েছেন ২৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: শরিফুল ইসলাম (চেয়ার মার্কা) পেয়েছেন ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে মো: আবু রায়হান (আনারস) পেয়েছেন ২৯৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: শামছুর রহমান সুমন পেয়েছেন ১৭৪ ভোট। ফলাফল ঘোষণার সাথে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থিতরা বিজয় মিছিল বের করে এবং রং ছিটায়।