নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক আলোচনা
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্রগ্রামের আনোয়ারা উপজেলায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) খাঁন ফাউন্ডেশনের আয়োজনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, বিভিন্ন পর্যায়ে নারী নের্টওয়াকের অংশগ্রহন এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে আনোয়ারা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি সাজিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে অপরাজিতা জেলা কর্ডিনেটর রেহেনা খাতুন, জেলা প্রকল্প কর্মকর্তা মোজাফফর হোসেন,আনোয়ারা উপজেলা কোর্ডিনেটর শেখ মাহফুজ,আনোয়ারা উপজেলা তথ্য আপা জান্নাতুল নাঈম,সবুজের যাত্রা(E D)সায়রা বেগম,সবুজ ছায়া পরিচালক মিতালী আইচ,মুন্নী রানী রায়,মহিনী, বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি উম্নে হানি,আঙ্গিনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পুরবী সিংহ,জান্নাতুল পুষ্প বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাছিনা বানু,কিশোরী ক্লাবের সভাপতি অন্তিকা,সদস্য বৃষ্টি তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা নির্বাচিত ও সম্ভাব্য নারীর প্রতিনিধিগন সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে যুক্ত হয়ে সেবার মান উন্নয়নে ভূমিকা, সেবা প্রদানকারীর সাথে অপরাজিতাদের সমন্বয়বৃদ্ধি এবং নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের নিকট গ্রহনযোগ্যতা বৃদ্ধির মাধ্যমে নারী নেতৃত্বের উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন।