ধলেশ্বরী নদী থেকে ১৯ কেইস বিয়ারসহ আটক-৩
কায়সার সামির, (মুন্সিগঞ্জ) :
মুন্সিগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদী থেকে ১৯ কেইস বিদেশী বিয়ার (৪৫৬টি ক্যান) সহ ৩ জনকে আটক করেছে সদর নৌ ফাঁড়ি পুলিশ। গতকাল(২৬ আগস্ট) বুধবার রাত সাড়ে ৩ টার দিকে এসব বিয়ারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর ফকিরবাড়ি এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে মো. রাব্বি(২৫), একই জেলার চরসৈয়দপুর এলাকার মো. মজনু মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান(২৭) ও ট্রলার চালক(মাঝি) ওই এলাকার মৃত রুপচাঁন মিয়ার ছেলে মো. নাছির উদ্দীন।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন খান জানান, নারায়ণগঞ্জ সদরের চরসৈয়দপুর এলাকা থেকে বিয়ার নিয়ে বিক্রির উদ্দেশ্যে ট্রলার যোগে মুন্সিগঞ্জ পৌরসভাধীন শহরের উপকন্ঠে মোল্লার চর একালায় যাচ্ছিল। এসময় হাটলক্ষ্মীগঞ্জ লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদী থেকে ট্রলারে থাকা ১৯ কেইস বিয়ার (৪৫৬টি ক্যান) ও ট্রলার চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃতরা মাদক ব্যবসায়ী। ট্রলারটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।