শিরোনাম

South east bank ad

বান্দরবানে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :

বান্দরবানে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (২২) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ আগস্ট) রাতে জেলার নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আনোয়ার হোসেন নামে এক রোহিঙ্গা নাগরিকের কাছ থেকে ১ লক্ষ ৩৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৪ কোটি ৫ লাখ টাকা। আটককৃত আনোয়ার হোসেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়ার আবদুর রশিদের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আনোয়ার হোসেন কৌশলে দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। তার সিন্ডিকেটে আর কারা জড়িত তার তদন্ত চলছে। মাদককারবারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন এ ব্যাপারে আনোয়ারের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক মামলা করা হচ্ছে। বৃহষ্পতিবার (২৬ আগস্ট) সকালে আনোয়ারকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: