প্রতীক্ষিত সিডস্টোর-সখিপুর সড়ক সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
জাহিদুল ইসলাম খান, (ভালুকা) :
ময়মনসিংহের ভালুকায় উপজেলার দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়া বহুল প্রতীক্ষিত সিডস্টোর-সখিপুর সড়কের ১৩.৭ কিলোমিটার রাস্তায় ২৪ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাটাজোরে ওই কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব প্রমুখ।