আনোয়ারায় মাছের পোনা বিতরণ
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণসহ চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ আগষ্ট) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ,কৃষি কর্মকর্তা রমজান হায়দার,সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় ৬০টি প্রতিষ্ঠানের জলাশয় ও পুকুরে রুই,কাতলা,মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ৩৭৯ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।