আরশাদ আলীর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া-মাহফিল
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলীর মৃত্যুতে স্মরণসভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় গৌরীপুর গণপাঠাগারের পাঠ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর গণপাঠাগারের সহযোগী প্রধান পরিচালক সত্যেন দাসের সভাপতিত্বে ও পরিচালক (অনুষ্ঠান) অমিরুল মোমেনীনের সঞ্চালনায় স্মরণসভায় মরহুমের স্মৃতিচারণ করেন নির্বাহী পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর, ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি আওলাদ হোসেন জসীম, কবি আব্দুল ওয়াহেদ, সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ কালন, নুরুল মঈন মনন, আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, পাঠাগারের পরিচালক (অর্থ) আরিফ আহম্মেদ, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, নজরুল ইসলাম সরকার, গৌরীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন পাঠাগারের পরিচালনা পরিষদের সদস্য মাওলানা এমদাদুল হক।
উল্লেখ্য, গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলী গত ২০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।