শিরোনাম

South east bank ad

বান্দরবানে আ’লীগের মতবিনিময় সভা

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :

বান্দরবানে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু পাঠাগার মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, জেলা আওয়ামীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ জেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি বলেন- আওয়ামীলীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকবে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের উন্নয়নে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের আরো অগ্রণী ভুমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, আওয়ামীলীগের উন্নয়নের ধারায় প্রতিহিংসা করে কিছু কুচক্রী মহল আওয়ামীলীগের সুনাম নষ্টে কাজ করছে, তাদেরকে প্রতিহত করতে হবে আমাদের সবাইকে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: