শিরোনাম

South east bank ad

বঙ্গোপসাগরে ধরা পড়ল ১০ মণের ‘শাপলাপাতা’ মাছ

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়ল ১০ মণ ওজনের বিশাল আকৃতির ‘শাপলাপাতা’ মাছ। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মাসুম কোম্পানীর একটি ফিশিং ট্রলার থেকে ফেলা জালে সোমবার সকালে ধরা পড়া বিশাল আকৃতির এই শাপলাপাতা মাছটি। মঙ্গলবার সকালে মাছটি বিক্রির জন্য তোলা হয় বাগেরহাট কেবি ফিসারী ঘাটের মৎস্য আড়তে। ৫২ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে মাছ ব্যবসায়ী হাফিজ সরদার ও জাকির সরদার। দুপুরে মাছটি বিক্রির জন্য আনা হয় বাগেরহাট খানজাহান আলী মাজার হাটে। খবর পেয়ে বিশালাকৃতির মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতার। পরে মাইকিং করে বিশালকৃতির এ মাছটি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী হাফিজ সরদার ও জাকির সরদার জানান,আমরা গত ৩০ বছরেও এতা বিশাল আকৃতির এই শাপলাপাতা মাছ দেখিনি। তাই বাগেরহাট কেবি ফিসারী ঘাটের মৎস্য বাজারের আড়তদার অনুপ সাহার আড়ত থেকে মাছটি ৫২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছি। ক্রেন দিয়ে ইঞ্চিনচালিত নছিমনে তুলে বাগেরহাট শহরতলীর খানজাহান আলী মাজার হাটে আনা হয়। পরে কেটে ৩৫০ টাকা কেজি দরে মাছটি মাত্র দুই ঘন্টার মধ্যেই বিক্রি করেছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: