গৌরীপুর পৌর শহরে এলজিইডি’র সড়কে জনদুর্ভোগ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে পাট বাজার মোড় এলাকা থেকে সতিষা মোড় এলাকা পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থার কারনে জনদুর্ভোগ বাড়ছে। গৌরীপুর শহর থেকে ময়মনসিংহ সদরের সাথে মানুষের যোগাযোগের প্রধান রাস্তা এটি। পুরো রাস্তাটিতে ছোট বড় অসংখ্য খানা-খন্দে ভরপুর। রাস্তার কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ।
গৌরীপুর পৌরসভার নয়াপাড়া মহল্লার বাসিন্দা রেজাউল করিম জানান, রাস্তার কাজের মান খারাপ হওয়ায় বছর না ঘুরতেই তা ভেঙে যায়। পাটবাজার মোড় থেকে সতিষা পর্যন্ত রাস্তাটি মেরামত করা খুবই জরুরী।
পাওয়ার টিলার চালক রোমান মিয়া জানান, এ রাস্তাটিতে বড় বড় গর্ত তৈরি হওয়ায় চলাচলের অনুপযোগী পড়েছে।
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শুধু এ সড়কটিই নয় পৌরসভায় এলজিইডির আরও কিছু সড়ক ভেঙে গেছে। এ সড়কগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবগত করা হলেও আজও তা মেরামতের কোন উদ্যোগ নেই। এতে জনগণ ভোগান্তিরর শিকার হচ্ছে।
গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক জানান, সড়কটিমূলত পৌরসভার আওতাধীন, তাদের সুপারিশ ক্রমে কয়েকবছর যাবত এলজিইডি থেকে সংস্কার করা হচ্ছে। এবারও সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান তিনি।