রাতের আঁধারের জোনাকি হয়ে ছুটছে রেড ক্রিসেন্ট
এম.এস রিয়াদ, (বরগুনা):
দিনের অগ্রভাগ আর রাতের শেষ ভাগ সবটাই যেন সমানে সমান। মানুষের সেবাই এদের পরম ধর্ম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট ছুটে চলেছে করোনায় আক্রান্ত রোগীদের পাশে।
০১৮৭৭৫১৩৯৩৫ এই মোবাইল নম্বরটিতে কল আসতে যতটুকু সময়, অক্সিজেন নিয়ে ছুটে যেতে তাদের কোন ভাবেই কালক্ষেপণ হয়না। বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে যুব সদস্যরা ভিন্ন ভিন্নভাবে দায়িত্ব পালন করছেন। কল সেন্টারের মাধ্যমে ফ্রি অক্সিজেন সরবরাহ করতে নিয়েছে নানাবিধ ব্যবস্থা।
বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে জেলার ৬ টি উপজেলায় করোনা রোগীদের জন্য এমন সুযোগ বেঁধে দেয়া হয়েছে। শত ব্যাথা মনের এক কোনে রেখে হাসি মুখ নিয়ে এভাবে ছুটে বেড়াচ্ছেন রেড ক্রিসেন্ট যুব সদস্যরা।
করোনার শুরু থেকেই সরকারকে সহযোগিতা সহ নানাবিধ স্বাস্থ্যসচেতনতায় এদের ভূমিকা ছিল অনস্বীকার্য। কোনো পুরস্কারের আশায় নয়, বরং মনের গহীন থেকে আলতো ভালোবাসা দিয়েই মানুষের পাশে রয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের গর্বিত এই যুব সদস্যরা।
নানা জটিলতা ও বাঁধা ডিঙিয়ে যুব সদস্যরা এগিয়ে যাচ্ছে দৃঢ় প্রত্যয়ে। সরকারের মত তাদেরও মনের একটি বাসনা। সুস্থ থাকুক মানুষ, সুস্থ থাকুক দেশ। হাসি ফিরে আসুক প্রতিটি মানুষের মুখে। নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যসচেতনতায় পারে এই হাসির মূল উপাদান হতে।