অসহায় কৈকি রানীর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের কৈকি রানী মন্ডল (৭০) র্দীঘ দিন যাবৎ জরাজীর্ণ ঘরে বসবাস করছেন। স্বামী, সন্তান না থাকায় আয় রোজগার করার কেউ নেই। কোন রকম চেয়ে চিন্তে জীবন ধারণ করছেন। ভূমি জটিলতার কারণে প্রধানমন্ত্রীর উপহারের ঘরও পাননি। তার বয়স ৭০ হলেও ভুলবশত (এনআইডি) কার্ডে ৫৯ বছর থাকায় বয়স্ক ভাতা পান না। সামান্য বৃষ্টি এলেই ঘর দিয়ে পানি পরে। এভাবে চলছে তার জীবন।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর নজরে আসে। শনিবার সকাল ১১টার দিকে তিনি ছুটে আসেন কৈকি রানী মন্ডলের বাড়ি।
তার বাড়ি পরিদর্শন শেষে মানবিক দিক চিন্তা করে মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ১টি ঘর ও প্রতিমাসে খরচ বাবদ ২ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন-অসহায় এই মানুষটি পাশে দাঁড়াতে পেরে মনে হয় ভালো কাজ করতে পারছি।
এ সময় আরও বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল)মোহা.রেজাউল হক, সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা, জামশা(ইউপি) চেয়ারম্যান মো.মাহবুবুর রহমান মিঠু, ইত্তেফাক পত্রিকার সিংগাইর সংবাদাতা মানবেন্দ্র চক্রবর্তী।
সেখানে উপস্থিত ছিলেন-ইন্সপেক্টর(তদন্ত) শেখ মো.আবু হানিফ, পুলিশ উপ-পরিদর্শক মো.মাহফুজুর রহমানসহ থানার অফিসার ও সাংবাদিকরা।