গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা ও দোয়া
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
‘আমরা হেরে যাইনি, আমরা হেরে যাবো না, জয়ী আমরা হবোই…’ স্লোগানের আলোকে ২১আগস্ট সন্ত্রাসী গ্রেনেড হামলার কালো দিনে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলের সিনিয়র সহ সভাপতি এ্যাড: আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খাইরুল, জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এটিএম মহসিন শামীম, স্বেচ্ছাসেবলীগের আহবায়ক কামরুজ্জামান, সুমন শাহ, যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ, যুগ্ন আহ্বায়ক মনজুরুল হক রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।