শিরোনাম

South east bank ad

রায়পুরে ঋণের টাকা দিতে না পেরে দিনমজুরের আত্মহত্যা

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের রায়পুরে আর্থিক সংকটে পড়ে ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপ সইতে না পেরে মো. সিরাজ (৩৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ আগষ্ট) সন্ধায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হায়দার আলী ব্যাপারী বাড়ীতে এঘটনা ঘটেছে।


মৃত সিরাজ একই এলাকার দিনমজুর মৃত সফিক উল্যা ছেলে। রায়পুর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।

রাতে ৮টার সময় এঘটনায় রায়পুর থানায় ইউডি মামলা করেছেন মৃতের স্বজন মোঃ হাসান।।

সোনপাুর ইউপি চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত বলেন, পারিবারিক নানা ঝামেলা ও অভাব অনটনে সিরাজ অর্থনৈতিক সংকটে পড়েন। বিভিন্ন এনজিও থেকে প্রায় ৪ লাখ ঋণ নেয় সে। ঋণের কিস্তির টাকা ব্যবস্থা করতে না পেরে তার মধ্যে হতাশা তৈরি হয়। এ থেকেই সে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। তবে করোনার এ সময়ে এনজিওগুলো তাদের কিস্তি আদায় বন্ধ করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন। তাছাড়া কৃষকরা এমনিতেই ভালো অবস্থায় নেই বলেও জানান তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আত্নহত্যা করে বলে স্থানীয়রা বলেছেন। মৃত সিরাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানা একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: