ফুলবাড়িয়ায় ছাত্রলীগের প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার খুনিদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকালে হাজী সামছদ্দিন সরকার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম রাকিব।
এতে ৬নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বাদল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম রাকিব সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মো. আসাদুজ্জামান।