শিরোনাম

South east bank ad

শিক্ষার্থী খুনের ঘটনায় জরিতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (দুর্গাপুর) :

নেত্রকোনার দুর্গাপুরের সন্তান ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন(২৫) হত্যাকান্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বড়ইউন্দ ছাত্র সংঘ। শনিনার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শত শত শিক্ষীর্থীদের উপস্থিতিতে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থী আলমগীর হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিহত শিক্ষার্থীর পিতা মকবুল হোসেন, শিক্ষার্থী নুরুজ্জামান, রুবেল মিয়া, মাসুদ মির্জা, শামীম খান, মনিরুজ্জামান, মোশারফ মির্জা, আলমগীর প্রমুখ। এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সরকার এবং আইন প্রয়োগকারী সংশ্লিষ্টদের কাছে দাবি রাখছি, সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার পূর্বক তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হউক।

উল্লেখ্য যে, গত ২৪শে জুন বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বরইউন্দ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হন শিক্ষার্থী আনোয়ার হোসেন। এরপর নিহতের পিতা মকবুল হোসেন ১০ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। ঘটনার প্রায় ২ মাস পার হয়ে গেলেও অভিযুক্ত ২ আসামী গ্রেফতার হলেও বাকীরা রয়েগেছে ধরা ছোয়ার বাইরে। তাদেরকে দ্রুত গ্রেফতার পূর্বক বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন মানববন্ধনকারীরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: