হাসপাতাল থেকে পালানোর ৪ দিন পর করোনা রোগীর লাশ উদ্ধার
রোমান আহমেদ আকন্দ, (শরীয়তপুর) :
জেলার জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা রোগী পালানোর ৪ দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) সকাল ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১২ আগস্ট বিকালে জাজিরা উপজেলার পূর্ব আরাচন্ডি গ্রামের মৃত আমির ফকিরের ছেলে সোনামিয়া ফকির (৬০) করোনার উপসর্গ নিয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এরপর নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ রির্পোট আসে।
এদিকে রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে ১৭ আগস্ট মঙ্গলবার রাতে সোনা মিয়া ফকির হাসপাতাল থেকে নিখোঁজ হন। তাকে অনেক খোঁজাখুজির পরে শনিবার সকাল ১০টায় জাজিরা সোনালী ব্যাংকের পিছনের একটি ডোবায় সোনা মিয়ার লাশ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে জাজিরা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ৪ দিন আগে করোনা আক্রান্ত সোনামিয়া ফকির জাজিরা হাসপাতাল থেকে নিখোঁজ হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।