শিরোনাম

South east bank ad

তিন রক্ত সংগ্রহকারীকে পুরস্কার প্রদান

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

রক্তসৈনিক বাংলাদেশের কার্যক্রম বৃদ্ধি করতে শুক্রবার (২০ আগস্ট) বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় আলোচ্য বিষয় ছিলো কিভাবে শেরপুরসহ সারা দেশে রক্তের চাদিহা পূরন করা যায় এবং অনলাইনে কার্যক্রম কিভাবে বাড়ানো যায়।

উক্ত আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম, কার্যকরী সভাপতি রক্তসৈনিক শেরপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আল-আমিন রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক গাজীপুরের সমন্বয়ক সোহেল রানা, রক্তসৈনিক শেরপুরের যুগ্ন সাধারণ সম্পাদক আল-আমিন, রক্তসৈনিক শেরপুরের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী সমন্বয়ক রক্তসৈনিক সাজিদ হাসান শান্ত এবং নকলা রক্তসৈনিকের সাধারণ সম্পাদক মকিব হোসাইন মামুন।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলো শাকির মাহমুদ, জুনায়েদ, আলিম, সিফাত, মোকছেদুল, জজ মিয়া, কাফেল, ইমান, শোয়াইব রহমান, খাদিজা, শ্লাঘা, আশা, জেনিয়াসহ আরো অনেকে।

উক্ত আলোচনা সভা শেষে বিগত মাসের সেরা ৩ জন রক্ত সংগ্রহকারীকে পুরুষ্কার প্রদান করা হয়। ৩৩ ব্যাগ রক্ত সংগ্রহ করে প্রথম পুরুষ্কার দেয়া হয় সাজিদ হাসান শান্ত কে, ২৭ ব্যাগ সংগ্রহ করায় ২য় পুরুষ্কার পায় আব্দুল আলিম এবং ১৪ ব্যাগ রক্ত সংগ্রহ করে তৃতীয় পুরুষ্কার পায় মানসুর আবীর।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: