শিরোনাম

South east bank ad

যমুনা নদীতে ধরা পড়লো পাখি মাছ

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে যমুনা নদীতে ৪৬ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছের দেখা মিলেছে। এই মাছটিকে আগে কখনো এ অঞ্চলের মানুষ দেখেনি। মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলছেন মৎস্য কর্মকর্তা। তবে মাছটির পিঠে বিশাল আকারের পাখনা থাকায় এটিকে স্থানীয়ভাবে কেউ কেউ পাখি মাছ আবার কেউ বলছে গাং চ্যালা ।

শুক্রবার সকালে সুরুজ হাওয়ালদার নামে এক ব্যক্তি মাছটি সিরাজগঞ্জের রোড থেকে কিনে নিয়ে আসেন। পরে তিনি স্থানীয়ভাবে এলাকার লোকজনের কাছে ৫০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় বিক্রি করেন। প্রায় নয় ফুট লম্বা মাছটি আজ ভোররাতে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ধরা পড়ে
বলে জানান সুরুজ হাওলাদার। এই সময় নতুন এই মাছটি দেখে উৎসুক অনেকে ভিড় করছে।

এ সময় বাজারের মাছ ব্যবসায়ীরা এতবড় পাখনাওয়ালা মাছ দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মাছটি আগে কখনো দেখিনি। এটি দেখতে পাখির মতো।

সরিষাবাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য বলেন, মাছটি যেহেতু আমি দেখিনি সেহেতু আপনার বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে একটি একটি সামুদ্রিক মাছ। যেহেতু একটি বড় পাখনা রয়েছে এবং গা তেলতেলে সেহেতু এটিকে সেইল ফিস বলে ধারণা করছি। এটি লোনা পানির মাছ, স্রোতের কারণে এটি সাধু পানিতে চলে আসে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: