শিরোনাম

South east bank ad

বাংলাবাজার শিমুলিয়া রুটে চলাচলকারী পাঁচ ফেরির সামনে ও পেছনে রাবারের আস্তর (ফেন্ডার) লাগানো হবে

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নতুন সিদ্ধান্ত নিয়েছে। ফেরিগুলোতে রাবারের আস্তর লাগানো হবে। যদিও এর আগে সেতুর পিলারে রাবারের আস্তর লাগানোর প্রস্তাব ছিল বিআইডব্লিউটিসির একটি তদন্ত কমিটির।

বৃহস্পতিবার গণমাধ্যমকে নতুন সিদ্ধান্তের কথা জানান বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম। তিনি বলেন, আপাতত বাংলাবাজার শিমুলিয়া রুটে চলাচলকারী পাঁচ ফেরির সামনে ও পেছনে রাবারের আস্তর (ফেন্ডার) লাগানো হবে। এ জন্য আমরা ই-টেন্ডার আহ্বান করব।

এদিকে পদ্মা সেতুর পিলারে ফেরি কাকলীর ধাক্কার ঘটনায় গঠিত পাঁচ সদস্যের কমিটি বুধবার রাতে সংস্থার চেয়ারম্যানের কাছে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। গত ২০ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত চারবার ধাক্কার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিআইডব্লিউটিসির দুটি তদন্ত কমিটি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: