টাঙ্গাইলে কাউন্সিলর মোর্শেদ গ্রেফতার
মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :
টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত কাউন্সিলর ১৭ নং ওয়ার্ডের বিশ্বাস বেতকা এলাকার মরহুম আব্দুর রহিমের ছেলে।
টাঙ্গাইল জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ইনচার্জ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান পৌরসভার সামনে থেকে সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল কাউন্সিলর হাজী মোর্শেদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাউন্সিলরের বাসায় অভিযান পরিচালনা করে দুইটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি আর দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।