শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ে বাৎসরিক অগ্নিনির্বাপণ মহড়া

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও) :

অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হরিপুর স্টেশনের সমন্বয়ে এক অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত হরিপুর থানা কম্পাউন্ডে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

এ মহড়ায় হরিপুর থানা কম্পাউন্ডে কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি-নির্বাপণ যন্ত্র ও পানিবাহি গাড়ির সাহায্যে কিভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পরা লোকজনদের স্ট্রেচার ও রশির সাহায্যে উদ্ধারসহ কিভাবে জীবন বাঁচানো যায় ও আহত ব্যক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয় তা প্রর্দশন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

উক্ত মহড়ায় হরিপুর থানার অফিসার ইনচার্জ আরঙ্গজেব এর নেতৃত্বে হরিপুর থানার অফিসার ও ফোর্সগণ অংশগ্রহণ করেন। এ সময় ফায়ার সার্ভিসের অফিসার ও ফোর্সগণও উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: