শিরোনাম

South east bank ad

শোকাবহ আগস্টে শেখ রাসেল কর্তৃক দোয়া মাহফিল

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার ( ১৮ আগস্ট) দুপুর ৩ টার সময় উপজেলার এস.এম মাজহারুল হক অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাংলাদেশ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্ল্যাহ এবং
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি সহ উপজেলা, জেলা পর্যায়ের আরো অনেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মাহদী হাসান রিফাত ও পরিচালনায় ছিলেন উপজেলা শেখ রাসেলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ শেখ রাসেলের মহাসচিব কে এম শহিদ উল্ল্যাহ বলেন, " আগস্ট বাংলাদেশের ইংরেজি মাসের মধ্যে শোকের মাস। এ মাসে জাতির পিতাসহ তার পরিবারের সদস্যদের খুন করা হয়েছে। তা থেকে রেহাই পায়নি ছোট্ট শেখ রাসেলও। ঘাতকের নির্মম খুনের শিকার হয়েছে সে। তাই শোকাবহ বেদনাদায়ক আগস্ট আমাদের শোকাহত করে। সকলে জাতির পিতার পরিবারের প্রতি দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সোনার বাংলা গড়ার প্রত্যয় আমরা নিয়েছি।"
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম বলেন, " এ মাসে আমরা শোক ছাড়া কিছু পায়নি। এমাসে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের ১৯ জন সদস্যকে খুন করা হয়েছে। বাংলার মাটিতে সেসব কুচক্রীদের বিচার হবেই হবে।"
সাংসদ বাবু বলেন, " কতটা নিষ্ঠুর হলে মানুষ ছোট্ট শিশুকে হত্যা করতে পারে। তারা জাতির কলংক সন্তান। সেই খুনিদের বিচার এদেশে হবেই।"

এসময়ে আড়াইহাজার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মাহদী হাসান রিফাত বলেন, " জাতির পিতাকে হারিয়ে আমরা শোকাহত। সেই সাথে ছোট্ট শিশু শেখ রাসেল খুন হওয়ার ঘটনা আমাদের বিবেককে তাড়না দেয়। যারা খুন করেছে তারা মানুষ নয় পশুর থেকেও নিকৃষ্ট। তাদের বিচার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এই বাংলার মাটিতে করা হবে।"

বক্তব্য শেষে আগস্টের স্মৃতিচারণা করা সহ, দোয়ায় বঙ্গবন্ধু পরিবারের প্রতি শান্তি কামনা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: