উগ্র মৌলবাদকে এদেশের মাটিতে স্থান দেওয়া হবে না: কাজী ইরাদত আলী
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
উগ্রমৌলবাদ, জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও ধর্মের নামে মানুষ হত্যা প্রতিবাদে ১৭আগস্ট সিরিজ বোমা হামলা দিবসে আলোচনা সভায় এ কথা বলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
১৭ আগস্ট মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ইরাদত আলী বলেছেন, দেশ স্বাধীন হবার পর থেকেই স্বাধীনতার বিরুদ্ধে ষড়জন্ত্র হয়ে আসছিল এই ষড়জন্ত্রকারীরা ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে নেতৃত্ব শূন্য করার জন্য জেল হত্যা এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে তারা হত্যা করতে থাকেন।পরবির্তীতে ২০০৫ সালে যখন বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় তখন তারা সৃষ্টি করে উগ্রজঙ্গিবাদ।এই জঙ্গিবাদের মাধ্যমে তারা এই ১৭তারিখে সিরিজ বোমা হামলা করে।শুধু আজকের এই ১৭তারিখের ঘটনা না ইতো মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে আপনারা তা জানেন। ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্ট এ তারা হামলা চালিয়ে অনেক মানুষ হত্যা করে তার মধ্যে বিদেশীরাও ছিল।আসলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এদেশ থেকে স্বাধীনতার পক্ষের শক্তিকে উৎখাত করে।ইতিহাসকে বিকৃত করে পাকিস্তানের ইচ্ছে অনুযায়ী রাজনীতি প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজবাড়ী এড. গনেশ নারায়ণ চৌধুরী, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। এসময় অন্যন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম সাধারণ এড. শফিকুল আজম মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এড. শফিকুল হোসেন।