শিরোনাম

South east bank ad

পটুয়াখালীতে বসতঘরে আগুন

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :

পটুয়াখালী সদর উপজেলাধীন ইটবাড়িয়া ইউনিয়নের গিলাবুনিয়া গ্রামে (পায়রাগঞ্জ সংলগ্ন ৭ নং ওয়ার্ড) সিকদার বাড়ির সেলিম হাওলাদারের দোতলা টিনশেট ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ১৭ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে আগুন ধরে যায়।

দূর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে ঘরের দোতলায় যত মালামাল ছিলো সবকিছুই পুড়ে গেছে। খাট, শোকেস, আলমারি, লেপ, তোষক সহ সকল আসবাবপত্র এমনকি রান্না-বান্নার হাড়ি-পাতিলও পুড়ে গেছে আগুনে। স্কুল ও কলেজ পড়–য়া মেয়েদের পাঠ্য বইগুলোও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে বাড়ির লোকজনের অভিযোগ, তারা পটুয়াখালী ফায়ার সার্ভিসের নম্বরে বার বার কল করে অবশেষে তাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন। ফায়ার সার্ভিসের লোকজন আসার পূর্বেই বাড়ির ও আশেপাশের মানুষজন অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের লোকজন অভিযোগ অস্বিকার করে বলেন, আমরা যে কোনো জায়গা থেকে কল পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে গাড়ি বের করি এবং যত দ্রুত সম্ভব দূর্ঘটনাস্থলে পৌছানোর চেষ্টা করি। অপরদিকে পটুয়াখালী সদর থানার পুলিশ কর্মকর্তাদেরও দূর্ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা গেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: