শেখ হাসিনা নকশি পল্লী বাস্তবায়নের দাবিতে মতবিনিময়
শামীম আলম, (জামালপুর) :
মঙ্গলবার (১৭ই আগষ্ট) বিকেলে শহরের কম্পপুর মোড়ে জামালপুর হস্তশিল্প ব্যবসায়ী সমিতি এক মতবিনিময় সভার আয়োজন করে।
জামালপুর হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আহ্ববায়ক বিজন কুমার চন্দের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলহাজ মো. মোজাফফর হোসেন, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মুহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান শাহ্ আলম, জেলা প্রশাসক মুর্শেদা জামান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমূখ।