জলবদ্ধতা নিরসনে কাজ করছে মাধবপুর পৌরসভা
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে হরদম কাজ করছে মাধবপুর পৌরসভা। বুধবার ১৭ আগষ্ট পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে এমনটাই দেখাগেছে।
এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখাযায়, পৌরসভার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক এর নির্দেশে ছোট বড় সকল ড্রেন এর খনন কার্যক্রম চলছে। ইতোমধ্যে শহরের ৭নং ওয়ার্ড ৬ নং ওয়ার্ড কাটিয়ারা মাছের আড়ত এলাকার ড্রেনগুলো সচল রাখার উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে। পর্যাক্রমে সব ওয়ার্ডগুলোর ড্রেন খনন করা হবে বলে জানা যায়। রাস্তার দুই পাশের ড্রেন খনন ও কালভার্ট গুলো সহ শহরের জলাবদ্ধতা নিরসন, করোনা ইস্যুও পানি বাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ গুলো প্রতিনিয়ত করা হচ্ছে বলে জানান পৌর মেয়র।
জলাবদ্ধতা নিয়ে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক বলেন, বিগত দিনে পৌর শহরে অপরিকল্পিত বাড়ীঘর নির্মানের ফলে অনেক এলাকাতেই জলাবদ্ধতার সৃষ্টি হতে দেখা যায়। পৌরবাসীর জীবন মান উন্নয়নে ইতোমধ্যে স্থায়ী ও টেকসই পরিকল্পনা অনুযায়ী ৪১ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়। বরাদ্দ পেলেই সকলের সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনে কাজ করতে পারবো এবং সুন্দর পরিকল্পিত পৌরসভা শহর গঠন হবে ইনশাহ্আল্লাহ।