শিরোনাম

South east bank ad

ঘুষ ছাড়া ভূমিসেবা না পেয়ে নায়েবকে অবরুদ্ধ করে বিক্ষোভ

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (গফরগাঁও) :

ঘুষ ছাড়া ভূমি সেবা না পাওয়ার অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রমেন্দ্র বিশ্বাসকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ভূমি মালিকরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা ভূমি অফিসের ভেতরে নায়েবকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ক্ষুব্ধ এলাকাবাসী।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তিনি মোবাইল ফোনে জানতে পারেন পাঁচবাগ ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে অবরুদ্ধ করে এলাকাবাসী বিক্ষোভ করছেন। এরপর তিনি ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কথা শোনেন। ঘুষ ছাড়া ভূমিসেবা পাচ্ছেন না এমন অভিযোগ করেন ভূমি মালিকরা। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্ত রমেন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

স্থানীয় ইউপি মেম্বার তরিকুল ইসলাম রিপন বলেন, ‘এক বছর ধরে রমেন্দ্র বিশ্বাস পাঁচবাগ ভূমি অফিসে যোগদানের পর থেকেই জমি মালিকরা অভিযোগ করে আসছিলেন। ৭০ টাকার জমির খাজনা দিতে তাকে সাত হাজার টাকা ঘুষ দিতে হয়। অতিরিক্ত টাকা না দিলে কেউ সেবা পায় না। এজন্য স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বিচারের দাবিতে অফিস ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে।’

স্থানীয় জমির মালিক মোশারফ হোসেন জানান, পৌনে ৩ শতক জমির খাজনা দিতে আসলে তার কাছে সাত হাজার টাকা ঘুষ দাবি করেন নায়েব। পরে ওই টাকা ঘুষ দিয়ে গত ২৭ জুলাই খাজনা পরিশোধ করা হয়।

লামকাইন এলাকার কামরুল ইসলাম জানান, বেশ কয়েকটি দাগে তার ৪৮ শতক জমির খাজনা ২৮৫ টাকা হলেও নায়েব রমেন্দ্র বিশ্বাসকে অতিরিক্ত আরও আট হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। ঘুষ ছাড়া কোনও সেবা মিলছে না। এসব কারণেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ভূমি অফিস ঘেরাও করে প্রতিবাদ করেছেন। রমেন্দ্র বিশ্বাসের বিচার দাবি করেন তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: