শিরোনাম

South east bank ad

পিড়লডাঙ্গা মোড়ে রোপিত হলো পিড়লের চারা

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :

নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়নের অধীন পিড়লডাঙ্গা মোড়ে রোপিত হলো পিড়লের চারা। ১৭ আগস্ট দুপুরে ধামইরহাট বনবিভাগের উদ্যোগে পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহান এ কর্মসূচির উদ্বোধন করেন। পিড়লডাঙ্গা মোড়সহ পিড়লডাঙ্গা পূর্বাশা ক্লাবে ও গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে বেশ কয়েকটি চারা রোপন করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, প্রাক্তন বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক, ইউপি সদস্য মিজানুর রহমান, পূর্বাশা ক্লাবের সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাক্তন বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক জানান, আশির দশকে ধামইরহাট ইউনিয়নে ব্যাপক পিড়লের গাছ ছিল। পিড়ল ফল পুস্টিকর খাদ্য হিসেবে ভাজি ও ভর্তা করে খেতো অনেকেই। কালের বিবর্তনে সেই গাছটি পিড়লডাঙ্গা মোড় থেকে বিলিন হয়ে যাওয়ায় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার মহোদয়ের নির্দেশনায় ধামইরহাটের ঐতিহ্যবাড়ী পিড়লডাঙ্গা মোড়ে প্রায় বিলুপ্ত প্রজাতির এই চারা রোপন করা হয়, যা পিড়লডাঙ্গা গ্রামবাসীরও দীর্ঘদিন দাবী ছিল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: