রায়পুরে শোক দিবসে খাদ্য সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও করোনা আক্রান্ত রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ (লক্ষ্মীপুর সদর-রায়পুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্যাহ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শাহ আলম মাস্টার, সাধারণ সম্পাদক হাজী ফিরোজ, ইউপি চেয়ারম্যান শাহিনুর বেগম রেখা প্রমূখ।
এর আগে পৃথক অনুষ্ঠানে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাওলানা ইত্তেহাদী সাহেবের কবরস্থানের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সাংসদ এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।