শিরোনাম

South east bank ad

ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টায় জেলার শায়েস্তাগঞ্জের নছরতপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে ৪ জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। নিহতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার শ্রী বাউত গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর পুত্র স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের পুত্র আব্দুল আহাদ (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর গ্রামের আনফর আলীর পুত্র আলা উদ্দিন (৩৫), চুনারুঘাট উপজেলার পান্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, সকালে শায়েস্তাগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ওই ট্রাক । এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এসময় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: