ময়মনসিংহ চেম্বার অব কমার্সের গনভোজ
এইচ এম জোবায়ের হোসাইন
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগষ্ট দিনব্যাপী ময়মনসিংহ নগরীর ৪১টি পয়েন্টে দোয়া ও গনভোজের আয়োজন করা হয়। ৪১টি পয়েন্টে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন এফবিসিসিআই সহ-সভাপতি, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)।
দোয়া ও গনভোজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোঃ মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি এস এম বজলুর রহমান, জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শাহরিয়ার মো: রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জেলা মোটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান।