বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চাই : মেয়র টিটু
এইচ এম জোবায়ের হোসাইন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ১৯৭৫ সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার মাধ্যমে পাকিস্তানের এদেশীয় দোসররা দেশের উন্নয়ন অগ্রযাত্রকে থমকে দেওয়ার চেষ্টা করেছিলো। আজ জাতির পিতার সুযোগ্য কণ্যা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগষ্ট সকাল ৮ সার্কিট হাউজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর একথা বলেন মসিক মেয়র।
মেয়র জাতির পিতা সহ যাঁরা এই দিনে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। মেয়র প্রত্যাশা রেখে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা সফল হোক, এবং বৈশ্বিক মহামারি করোনা থেকে মুক্ত হয়ে আমরা আবার যেন শান্তিপূর্ণ স্বাভাবিক জীবন যেন ফিরে পাই।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের সচিব রাজীব সরকার, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ । এরপর সকাল ০৯টায় সিটি কর্পোরেশন চত্বরে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত গণভোজ কার্যক্রমের উদ্বোধন করেন মসিক মেয়র। উল্লেখ্য, গণভোজ কার্যক্রমের আওতায় আজ নগরীর বিভিন্ন পয়েন্টে ৫০০ দরিদ্র অসহায় মানুষকে খাদ্য বিতরণ করা হবে। এছাড়া মেয়র টিটু রবিবার বিভিন্ন সরকারি এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রবিবার সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো পুষ্পস্তবক অর্পণ করেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ^াস, ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশীদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা, আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হেসেন বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এফবিসিসিআই সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বাব অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, মহিলা লীগ, মহিলা শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্তকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ।