ধোবাউড়া উপজেলা প্রশাসন ও আ’লীগের শোক দিবস পালন
ফয়সাল আহমেদ, (ধোবাউড়া) :
ময়মনসিংহের ধোবাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অর্ধনমিত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্তরে এসে শেষ হয়। অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, মসজিদ-মন্দির- ও গীর্জায় বিশেষ প্রার্থনা, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এছাড়া শোক দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের সংসদ সদস্য মি.জুয়েল আরেং।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেবিড রানা চিসিম,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন,ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন,প্রকৌশলী শাহিনুর ফেরদৌস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসেন উজ্জ্বল প্রমূখ।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।