হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলো পল্লী সঞ্চয় ব্যাংক
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা শেষে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংক (আমার বাড়ি আমার খামার প্রকল্প) ফুলবাড়িয়া শাখা।
অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডা: হারুন আল মাকসুদ। এতে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আরিফুর রহমান আরিফ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: হারুন অর রশিদ।